ভারত ও নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৫

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২১, ০৬:৫১ এএম

ভারত ও নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৫

ভারতের উত্তরাখণ্ড ও কেরালা এবং নেপালে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৫ জনে দাঁড়িয়েছে। ব্যাপক ভূমিধ্বসে তলিয়ে অথবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে প্রচুর বাড়িঘর।

এ ঘটনায় নেপালে ৮৮ জন, ভারতের উত্তরাখণ্ডে ৫৫ জন এবং কেরালা রাজ্যে মারা গেছেন ৪২ জন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। 

আকম্মিক এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পূর্ব নেপালের পাঁচথর, ইলাম ও দোটি জেলা। সেখানে উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা। এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১ হাজার মার্কিন ডলার দেওয়া শুরু করেছে নেপাল সরকার।

এদিকে, বন্যার কারণে উত্তরাখণ্ডের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে ভ্রমণ ও ধর্মীয় কার্যক্রম। মৃতদের পরিবারের জন্য চার লাখ রুপি এবং যাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে তাদের জন্য এক লাখ ৯০ হাজার রুপি ক্ষতিপূরণ হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তরাখণ্ডের সরকারের পক্ষ থেকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি ব্যথিত। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

Link copied!