ভারতে উৎসবে জনসমাগম নিষিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৬, ২০২১, ০২:২৯ পিএম

ভারতে উৎসবে জনসমাগম নিষিদ্ধ

ভারতের সব রাজ্যে দোল-হোলি, শবেবরাত, বিহু, ইস্টার ও ঈদ উপলক্ষে প্রকাশ্যে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে সব রাজ্য প্রশাসনকে চিঠিও দিয়েছে তারা। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্য সচিবকে লেখা এক চিঠিতে করোনার সংক্রমণ রোধে এমন পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ভারতে করোনার সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। পাঁচ রাজ্যে নির্বাচনের পর সংক্রমণ আরও বাড়বে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। এমন পরিস্থিতিতে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজ্যগুলোকে উৎসবের দিনে প্রকাশ্য জনসমাগম বন্ধ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল বলেন, গত অক্টোবরে পুজোর মৌসুমের পর নভেম্বরে এক ধাক্কায় সংক্রমণ বৃদ্ধি পায়। সামনেই হোলি-শবেবরাত, বিহু, ঈদ রয়েছে। তখন যাতে জনসমাগমের কারণে নতুন করে করোনা না ছড়ায়, তা নিশ্চিত করতে রাজ্যগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। ভবিষ্যতে উৎসব পালনের অনেক সময় পাওয়া যাবে। আপাতত সংক্রমণ রোধ করা বেশি জরুরি।

এর আগে দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, এ বছরে প্রকাশ্যে হোলি খেলা ও শবেবরাতে রাস্তায় নামতে দেয়া যাবে না। অরবিন্দ কেজরিওয়াল সরকার নির্দেশ জারি করে জানায়, যে হারে সংক্রমণ বাড়ছে তা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ দিল্লি সরকারের এমন পদক্ষেপের প্রশংসা করে বলেন, সব রাজ্যের উচিত দিল্লির মতো সিদ্ধান্ত নেয়া।

Link copied!