ভারতে হিমবাহ ধ্বসে পড়ল বাঁধে, নিহত ১০, নিখোঁজ অনেকে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২১, ০৫:৪৫ পিএম

ভারতে হিমবাহ ধ্বসে পড়ল বাঁধে, নিহত ১০, নিখোঁজ অনেকে

রোববার সকালে উত্তরাখণ্ডে হিমবাহ ধ্বসে জোশিমঠের ঋষিগঙ্গা বাঁধ ভেঙে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। দুপুর ৩টা পর্যন্ত ১০ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা যায়। ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের ১৫০ জনেরও বেশি শ্রমিক এখনও নিখোঁজ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘প্রবল বৃষ্টি ও প্লাবনের জেরে চামোলির রেনি গ্রামে ঋষিগঙ্গা প্রকল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। অলকানন্দায় নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের এলাকা থেকে সরানো হয়েছে।’

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার সবরকম পদক্ষেপ নিয়েছে। বাসিন্দাদের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে, উত্তরাখণ্ডের ঘটনায় সতর্ক উত্তরপ্রদেশও। গঙ্গা তীরবর্তী জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।

এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন,'এটা মর্মান্তিক ঘটনা, এটা প্রাকৃতিক বিপর্যয়। উত্তরাখণ্ড সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী'। উত্তরাখণ্ডের ঘটনায় টুইটারে দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'উত্তরাখণ্ডের মানুষের জন্য বাংলা প্রার্থনা করছে, দেশ প্রার্থনা করছে'।

তথ্যসূত্র: এএফপি ও আল-জাজিরা

Link copied!