ভারতেও হানা দিয়েছে ওমিক্রন, শনাক্ত ২

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২, ২০২১, ১১:৩১ পিএম

ভারতেও হানা দিয়েছে ওমিক্রন, শনাক্ত ২

দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সীমানা ছাড়িয়ে দেশে দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতেও দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,দক্ষিণাঞ্চলীয় কর্নাটক প্রদেশে  দুই জনের শরীরে ওমিক্রন ধরন ধরা পড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ল্যাভ আগারওয়ালের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন শনাক্ত হওয়া দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৪৬ বছর। অন্যজনের ৬৬।

প্রেসব্রিফিংয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হওয়াদের লক্ষণ সম্পর্কিত যেসব তথ্য আমরা জানতে পেরেছি, সেখানে সব ক্ষেত্রেই হালকা লক্ষণ দেখা গেছে। আমাদের দেশসহ বিশ্বের অন্যান্য  দেশে এ পর্যন্ত যতজনের শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে, তাদের কারো শরীরে  গুরুতর কোনো লক্ষণ দেখা যায়নি।” করোনাভাইরাসের ক্রমবর্ধমান এই নতুন ধরনটি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরীক্ষা ও পর্যালোচনা করছে বলেও তিনি জানান।

ওমিক্রনের ছোবল এখন দেশে দেশে ছড়িয়ে পড়েছে। বুধবার (২ ডিসেম্বর) সবশেষ এই নতুন ধরন শনাক্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরব ও আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়া। বৃহস্পতিবার এনিয়ে সারাবিশ্বে ২৫ টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে।

দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, ইসরায়েল, ইতালি, চেক প্রজাতন্ত্র, হংকং, অস্ট্রেলিয়া, কানাডা, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, জাপান, নাইজেরিয়া, নরওয়ে, সৌদি আরব, স্পেন, সুইডেন ও ভারত।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া  করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে  উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এমনকি করোনার নতুন এই ধরনটি টিকার কার্যকারিতাকেও ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করে থাকেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ কারণে নতুন ধরন ওমিক্রনকে বলা হচ্ছে ‌‌‌'সুপার ভ্যারিয়েন্ট'।

 

Link copied!