ভারতের সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ১১:১৪ এএম

ভারতের সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি!

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার এক কৃষক সমাবেশে ৪০ লাখ ট্রাক্টর নিয়ে সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ভারতের কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের এই কর্মসূচির জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। যেকোনো সময় এই কর্মসূচির সময় ঘোষণা করা হবে বলে হুমকি দেন রাকেশ।

গত ২৬ জানুয়ারির ট্রাক্টর মিছিলে সংঘর্ষের পর থেকে কিছুটা থিতিয়ে পড়েছিল ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের এই আন্দোলন। ফের রাকেশ টিকায়েতের ডাকেই হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকরা আন্দোলনমুখী হন। কলকাতা পর্যন্ত মিছিল করারও হুমকি দেয়া হয়। শেষমেষ দিল্লির সংসদ ভবনে অভিযানে হুঁশিয়ারি দেন তিনি।

ভাষণে রাকেশ বলেছেন, ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর নিয়ে জড়ো হবেন কৃষকরা। সেখানে মাঠ চাষ করে ফসল ফলানো হবে। কেন্দ্রীয় সরকার যদি কৃষকদের দাবি না মানে, তাহলে সংসদ ভবন ঘেরাও করবেন কৃষকরা। যেকোনো দিন সেই কর্মসূচি ঘোষিত হতে পারে। তবে পূর্ব ঘোষণা মতো চার লাখ নয়, এবার মিছিলে অংশ নেবে ৪০ লাখ ট্রাক্টর।

ভারতের কৃষক আন্দোলনের এই নেতা বলেন, সরকার বড় বড় বহুজাতিক সংস্থার লাভের দিকটাই দেখছে। কিন্তু কৃষকদের কথা না ভেবে যদি শিল্পপতিদের লাভের দিকটাই সরকার দেখে, তাহলে বড় বড় গুদাম ধ্বংস করবেন কৃষকরা।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

Link copied!