পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে এক মাসের কম সময়ে অন্তত ১৪৭ জন মারা গেছে। মৃত ব্যক্তিদের মধ্যে ৮৮ জন নারী ও শিশু। ভারী বৃষ্টিপাতের কারণে অনেক বাড়িঘর, রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। দেশজুড়ে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা।
পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
লোকজনকে উদ্ধারকাজে সহায়তা করতে আধাসামরিক বাহিনী ডেকেছে শহর কর্তৃপক্ষ।
বৃষ্টিতে সবচেয়ে মারাত্মক অবস্থা হয়েছে বন্দর নগরী করাচিতে। এ পর্যন্ত ৬৩ জন মারা গেছেন সেখানে। সোমবার করাচির আশপাশের এলাকাগুলো পানিতে নিমজ্জিত ছিল। ঝুঁকির কারণে অনেকে গাড়ি রেখে পায়ে হেঁটে যাতায়াত করছেন।
সিন্ধু প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সেখানে বৃষ্টিসংশ্লিষ্ট কারণে মারা গেছেন ২৬ জন। ভারী বৃষ্টি হয়েছে রাজধানী ইসলামাবাদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবেও।
উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় বৃষ্টিপাতে ঘরে ধসে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত দুজনের মধ্যে ছয় বছর বয়সী এক শিশু রয়েছে।