ভূমধ্যসাগরে সলিল সমাধি হলো ৯০ লিবিয়ান অভিবাসনপ্রত্যাশীর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ১১:৩২ পিএম

ভূমধ্যসাগরে সলিল সমাধি হলো ৯০ লিবিয়ান অভিবাসনপ্রত্যাশীর

ছোট্ট একটি নৌকায় চেপে ‍উন্নত জীবনের সন্ধানে পাড়ি দিয়েছিলেন তারা। ধারণা করা হচ্ছে, সলিল সমাধিতেই শেষ হয়েছে তাদের অধিকাংশের সে স্বপ্ন। এদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একটি তেলের ট্যাংকার সাগর থেকে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া অভিবাসীরা বলেছেন, গত সপ্তাহে লিবিয়া থেকে উন্নত জীবনের আশায় যাচ্ছিলেন ইউরোপে। তাদের নৌকায় ১শ জনের মত অভিবাসনপ্রত্যাশী ছিলো। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওএম এর তথ্যানুযায়ী, জানুয়ারির ১ তারিখ থেকে মার্চের ২৮ তারিখ পর্যন্ত ৩শ লিবিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে। সমুদ্র পাড়ি দেওয়ার সময় নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে ৩ হাজার ১শ জন লিবিয়ানকে। আইওএম বলছে, ২০২১ সালে লিবিয়ার ৩২ হাজার ৪২৫ জন অভিবাসনপ্রত্যাশীকে  নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এসময় সমুদ্রে ডুবে মারা গেছে দেড় হাজারেরও বেশি লিবিয়ান।

এসব অভিবাসন প্রত্যাশীদের অভিযোগ, লিবিয়াতে তাদের ওপর অমানুবিক আচরণ করা হচ্ছে। এজন্য তারা বাধ্য হচ্ছেন দেশত্যাগ করতে।

Link copied!