ভূমধ্যসাগরে ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভাসছে নৌকা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১০, ২০২৩, ০৮:৪৭ পিএম

ভূমধ্যসাগরে ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ভাসছে নৌকা

প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে এবটি নৌকা চালকছাড়াই ভূমধ্যসাগরে গ্রিস ও মাল্টার মধ্যে ভেসে বেড়াচ্ছে। এসব ‘লোকজন মৃত্যুর আসন্ন বিপদে’ রয়েছেন। এসব অভিবাসনপ্রত্যাশীদের বিয়ে জরুরিভাবে পদক্ষেপ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহবান জানিয়েছে সী-ওয়াচ ইন্টারন্যাশনাল নামে জার্মানভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। সংস্থাটির টুইটার বার্তায় এই আহবান জানানো হয়।

স্থানীয় সময় রবিবার স্বেচ্ছাসেবি সংস্থা অ্যালার্ম ফোনও এসব অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটির টুইটার বার্তায় বলা হয়, তারা একটি সাগরে ভাসমান একটি নৌকা থেকে সাহায্যের আবেদন পেয়েছে। ওই নৌকাটি লিবিয়ার তবরুক থেকে ছেড়ে এসেছে।

স্বেচ্ছাসেবী সংস্থা অ্যালার্ম ফোনও টুইটারে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, একটি নৌকা থেকে তারা সাহায্যের আবেদন পেয়েছে। নৌকাটি লিবিয়ার টোব্রুক থেকে ছেড়ে এসেছে।

অ্যালার্ম ফোন জানায়, নৌকায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের অনেকের চিকিৎসা দরকার। নৌকায় একটি শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারীর পাশাপাশি অনেক অসুস্থ মানুষ আছেন।  

ওই স্বেচ্ছাসেবি সংস্থা আরও জানায়, নৌকার চালক পালিয়ে গেছেন আর নৌকা চালানোর ক্ষমতা রাখে এমন কেউ সেখানে নেই।

তবে নৌকাটি এখন মাল্টার সমুদ্রসীমায় আছে উল্লেখ করে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে ইতালির কর্মকর্তারা জাহাজ পাঠিয়েছেন বলে জানিয়েছে অ্যালার্ম ফোন। এদিকে, এরই মধ্যে ইতালির কর্মকর্তারা উদ্ধার অভিযান শুরু করেছে বলে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: সিএনএন 

Link copied!