নভেম্বর ২৩, ২০২১, ০৯:৪০ এএম
বুলগেরিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দেশটির আঞ্চলিক অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান তিহোমির তোটেভ এর বরাত দিয়ে বলা হয়, সোমবার রাতে বাড়ির কাঠের ছাদ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তেই ওই নার্সিং হোমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, নার্সিং হোমে ৫৮ জন ছিলেন, যার মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে।
আগুন লাগার পর ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের চারপাশে। এতে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।