ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৫:৩৮ পিএম
চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পাথরের মতো দৃঢ় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। স্থানীয় সময় মঙ্গলবার মস্কোয় রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলে পাত্রুশেভের সঙ্গে সাক্ষাতের সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই সাক্ষাতে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া ও চীনের মধ্যকার বন্ধন শক্তিশালী ও স্থিতিশীল। চীন-রাশিয়া সম্পর্ক চরিত্রগতভাবে পরিপক্ব ও দৃঢ়, যা আন্তর্জাতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। দুই দেশ তাদের জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষা করতে প্রস্তুত বলেও জানান ওয়াং ই।
রাশিয়ার নিরাপত্তা সেক্রেটারি বলেন, চীনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব ছিল রাশিয়ার জন্য অগ্রাধিকারের বিষয়। কারণ উভয় দেশই একটি আরও ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা গড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, গত শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে চীনের এ কূটনীতিক ঘোষণা করেন যে, তার দেশ চলমান ইউক্রেন সংঘাত অবসানে শান্তি পরিকল্পনা পেশ করবে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল’র প্রতিবেদনে বলা হয়েছে, আসছে এপ্রিল বা মে মাসের শুরুতে মস্কো সফর করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জিনপিংয়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে মনে করছে বিশ্লেষকরা।