মস্কোতে বৈঠকে বসছেন রাশিয়া, ইরান, তুরস্ক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৬, ২০২৩, ০৫:০৩ পিএম

মস্কোতে বৈঠকে বসছেন রাশিয়া, ইরান, তুরস্ক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা

রাশিয়া, ইরান, তুরষ্ক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে আসছে ১০ মে মস্কোয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।  

তুরষ্কের গণমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর নির্ধারিত থাকায় দেশটি অন্য কোনো প্রতিনিধি পাঠাতে পারে। তবে রাশিয়া, তুরষ্ক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও আলোচনার বিষয়বস্তু এখনও জানা যায়নি।

এর আগে, সিরিয়ার যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে গত বছরের ডিসেম্বরে মস্কোতে সিরিয়া, রাশিয়া এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দাপ্রধানরা বৈঠক করেছিলেন।

আসছে ১০ মে অনুষ্ঠেয় বৈঠকে ওই তিন দেশের সঙ্গে যুক্ত হচ্ছে ইরান। এর আগে তুরস্ক জানিয়েছে, আঙ্কারা খুরই খুশি হবে যদি এ আলোচনায় ইরান অংশগ্রহণ করে। মূলত আঙ্কারার ইচ্ছায় এই বৈঠকে তেহরানকে যুক্ত করা হয়েছে বলে আনাদোলুর প্রতিবেদনে জানা গেছে।

Link copied!