মহারাষ্ট্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ০৩:৪৩ পিএম

মহারাষ্ট্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অংশ নিয়ে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ৫০ জন।

রবিবার (১৬ এপ্রিল) মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বিষয়টি নিশ্চিত করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশিত হয়।

নাভি মুম্বাই এলাকায় মহারাষ্ট্র সরকারের উদ্যোগে মহারাষ্ট্র ভূষণ পদক বিতরণের জন্য অনুষ্ঠান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও উপস্থিত ছিলেন। সেখানে সমাজ সংস্কারক আপ্পাসাহেব ধর্মাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানস্থলের তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই গরমেই বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত চলে অনুষ্ঠানটি। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় খোলা ময়দানে বসে থাকায় ঘটনাস্থলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের হাসপাতালে নেওয়া হলে তাদের দেখতে যান একনাথ সিন্ধে। তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে নিহত সবার পরিবারের জন্য ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। 

একনাথ সিন্ধে বলেন, ‘চিকিৎসকদের দেওয়া তথ্যানুসারে ৭ থেকে ৮ জন লোক মারা গেছেন। সান স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়ায় আরও অন্তত ২৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবমিলিয়ে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বাড়িতে চলে গেছেন।’

উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক টুইটে জানিয়েছেন, অনুষ্ঠানে এসে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সবার চিকিৎসাই সরকার নিজ ব্যয়ে করবে। তিনি আরও বলেন, ‘মহারাষ্ট্র ভূষণ পদক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কয়েকজন হিট স্ট্রোকে মারা গেছেন, এই বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক। আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

Link copied!