মার্চ ৯, ২০২৩, ০৬:৪৫ এএম
বিমান তখন মাঝ আকাশে। হঠাৎই বিমানটির জরুরি দরজা খোলার একটি বার্তা পৌঁছায় কেবিন ক্রুদের কাছে। খোলা পাওয়া যায় দরজার লকটি। দরজার কাছে ঘুরতে দেখা যায় এক যাত্রীকে। তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পাইলটদের জানানো হয়। তারপর বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই যাত্রীকে দরজা খোলা থেকে বিরত করতে গেলে স্টিলের চামচ ভেঙে কেবিন ক্রুদের ওপর হামলা চালান তিনি। এমন আচরণে সবাই হতভম্ব হয়ে পড়ে।
ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বোস্টনগামী একটি অভ্যন্তরীণ বিমানে।
বিমান অবতরণের পর ফ্রান্সিসকো সেভেরো টরেস নামের ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ম্যাসাচুসেটসের অঙ্গরাজ্যের লিওমিনস্টার শহরের বাসিন্দা।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে টরেস বলেন, লাফ দেয়ার উদ্দেশ্যে দুইজন কেবিন ক্রুকে বিমানের দরজা খুলে দিতে বলেছিলেন তিনি। কিন্তু তারা দরজা না খোলায় বাথরুমে গিয়ে একটি স্টিলের চামচ ভেঙে সেটিকে অস্ত্রে পরিণত করেন টরেস।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দোষ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।