কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোলে শোচনীয় অবস্থা এখন ইউক্রেনের সেনাদের। শহরটিতে ৪৮ দিন ধরে রাশিয়ার সেনাবাহিনীর সাথে তুমুল লড়ে করে চলেছে ইউক্রেনের সেনারা। কিন্তু এখন তাদের অবস্থা শোচনীয়।
এই বন্দর শহরটিতে থাকা ইউক্রেনের প্রতিরোধ সেনারা এখন বিপর্যস্ত হয়ে হাল ছেড়ে দিয়েছেন। তাদের কাছে কোনো সামরিক সহায়তা আসছে না। আসছে না খাবার সরবরাহও। ফলে বাধ্য হয়ে এখন রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিচ্ছে তারা। বুধবার ১ হাজার ২৬ জন ইউক্রেনিয়ান সৈন্য রুশ বাহিনীর কাছে আত্মসমর্পন করেছে বলে জানিয়েছে রাশিয়া। বিবিসি এ খবর দিয়েছে।
আরও পড়তে পারেন:
রুশ হামলায় ইউক্রেনের একমাত্র এস-৩০০ ধ্বংস
বিবিসি জানিয়েছে, মারিউপোলে যুদ্ধরত এইডিন আসলিন নামে এক ব্রিটিশ-ইউক্রেনীয় সেনা তার মায়ের কাছে ফোন দিয়ে বলেছে, মা আমরা (পুরো একটি সেনা ইউনিট) রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করছি। আমাদের গোলাবারুদ ও খাবার দুটিই ফুরিয়ে গেছে।
ওই সেনার মা বিবিসিকে জানিয়েছেন, তার ছেলে জানিয়েছে আত্মসমর্পণকরা ছাড়া তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই।
এ ব্যাপারে ওই সেনার মা বলেন, সে আমাকে ফোন করে বলেছে, লড়াই করার মতো কোনো অস্ত্র আর তাদের কাছে নেই।আমি আমার ছেলেকে ভালোবাসি।সে আমার হিরো।তারা কঠোর যুদ্ধ করেছে। তবে সে ভালো আছে।
এইডিন আসলিন অভিজ্ঞ একজন যোদ্ধা। ২০১৮ সালে ইউক্রেনের মেরিন সেনা হিসেবে যোগ দেন তিনি। পরে সিরিয়াতেও তিনি যুদ্ধ করেছেন।
সূত্র: বিবিসি