মার্কিন রাজনীতিকদের অঘোষিত সফর: তাইওয়ান ঘিরে আবারও উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৬, ২০২২, ০৪:৫৪ এএম

মার্কিন রাজনীতিকদের অঘোষিত সফর: তাইওয়ান ঘিরে আবারও উত্তেজনা

একজন সেনেটরের নেতৃত্বে পাঁচ মার্কিন রাজনীতিক রবিবার অঘোষিত সফরে তাইওয়ানে যাওয়ার পর চীনের সঙ্গে আবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীনের সেনাবাহিনী বলেছে, তারা আজ সোমবার তাইওয়ানের কাছে আরও কিছু সামরিক মহড়া চালিয়েছে।

গতকার রবিবার তাইওয়ানে পৌঁছানো মার্কিন আইনপ্রণেতাদের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর এড মার্কে। তাঁরা তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে আজ দেখা করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের আলোচনার সুযোগ হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের মার্কিন দূতাবাস।

মার্কিন আইনপ্রণেতাদের সফরের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। নতুন করে সামরিক মহড়ার বিষয়টি নিশ্চিত করে চীনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র শি ই এক বিবৃতি দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে চলেছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান। রাজনৈতিক কূটকৌশলও খাটাচ্ছে তারা। এই সামরিক মহড়া তারই একটি জবাব।

‘এক চীন’ নীতিকে ক্ষতিগ্রস্ত করতে যুক্তরাষ্ট্রকে ভুল পথে আর না এগোনোর হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আরও তলানিতে না নিয়ে যাওয়ার এবং তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট না করার আহ্বান জানানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজন হলে চীন শক্ত পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন।

এর আগে চীনের হুমকিধমকির পরও ২ আগস্ট তাইওয়ান সফরে যান ন্যান্সি পেলোসি। তাঁর সফর ঘিরে এ অঞ্চলে তীব্র উত্তেজনা দেখা দেয়। তাইওয়ানের চারপাশে কয়েক দিন ধরে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীন। মোতায়েন করা হয় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র।

সূত্র: বিবিসি

Link copied!