মালিতে অভিযানে দুই শতাধিক নিহত, দাবি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ০৬:৪০ পিএম

মালিতে অভিযানে দুই শতাধিক নিহত, দাবি সেনাবাহিনীর

পশ্চিম আফ্রিকার মালিতে অভিযান চলাকালে সংঘর্ষে ২০৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর অভিযানে ২০৩ সন্ত্রাসী নিহত হয়েছে এবং ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, মালির সাহেলের মউরা এলাকায় ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সামরিক অভিযান চালানো হয়। যাকে একটি ‘সন্ত্রাসী জাগরণ’ হিসেবে আখ্যায়িত করছে সেনাবাহিনী।

তবে মালির সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরপেক্ষ তথ্য সূত্রের ঘাটতি থাকায় সেনাবাহিনীর দাবিকৃত মৃতের সংখ্যা যাচাই করতে পারেনি এএফপি।

প্রতিবেশী দেশ বুর্কিনা ফাসো এবং নাইজেরিয়ায় বিদ্রোহ ছড়িয়ে পড়ার আগে থেকেই বিদ্রোহ নিয়ন্ত্রণে লড়াই করে চলছে দেশটি। 

প্রায় ২১ মিলিয়ন লোকের একটি দরিদ্র দেশ মালি। দেশটিতে অসংখ্য বিদ্রোহ গোষ্ঠী রয়েছে। হাজার হাজার বেসামরিক নাগরিক এবং সৈন্য সংঘর্ষে নিহত হয়েছে। 

সম্প্রতি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, মালির সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা বেসামরিক নাগরিকের জন্য বিপর্যয় ডেকে এনেছে।

Link copied!