মালিতে সামরিক ঘাটির পাশে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ০৯:০৪ পিএম

মালিতে সামরিক ঘাটির পাশে গোলাগুলি

পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর একটি প্রধান সামরিক ঘাটির পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। জঙ্গিরা হামলাটি চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।   

হামলার পর কাটি নামের ওই ঘাটিটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী থেকে ঘাটিটির দূরত্ব ১৫ কিলোমিটার। গত সপ্তাহে, অজ্ঞাত বন্দুকধারীরা বামাকো থেকে ৭০ কিলোমিটার দূরের একটি চেকপয়েন্টে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। 

 

কাটি ঘাটিতে এর আগে ২০১২ এবং ২০২০ সালে সফল সামরিক অভ্যুত্থান ঘটে। ২০২০ সালে কর্নেল আসিমি গোইতার নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বউবাকার কেইতাকে হটিয়ে বর্তমানের সামরিক জান্তারা ক্ষমতায় আসে। ২০২১ সালে আবারও অভ্যত্থান চালান আসিমি গোইতা। ২০২১ সালের অভ্যত্থানের পর রাষ্ট্রপতি হিসেবে নিজের নাম ঘোষণা করেন অভ্যুত্থান পরিচালনা করা গোইতা। এরপর থেকেই দেশটি থেকে থেকে সংঘর্ষের ঘটনা ঘটছে। 

 

Link copied!