মিঠুন কি তবে বিজেপিতেই ঝুঁকছেন?

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৭, ২০২১, ০৮:০৭ পিএম

মিঠুন কি তবে বিজেপিতেই ঝুঁকছেন?

বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী শনিবার রাতে কলকাতায় পৌঁছেছেন। রবিবার দুপুওে তিনি ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারণায় অংশ নেবেন বলে জানা যায়। এর আগেই মিঠুন এ ব্যাপারে জানান, ‘ব্রিগেডে কিছু তো একটা হবে!’ সেই ‘হওয়া’ কি তার প্রত্যক্ষ ভাবে বিজেপি-তে যোগ? নাকি নিছকই বিজেপি-র হয়ে ভোটে প্রচার? তা এখনও পর্যন্ত খোলসা করেননি এই সুপারস্টার।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, শনিবার প্রায় মধ্যরাতে কলকাতায় নামেন মিঠুন। বিমানবন্দরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বারাণসী হয়ে বিমান এল বলে দেরি হল। কাল ১২টায় ব্রিগেডে দেখা হচ্ছে।’

এর আগে মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎকে ‘আধ্যাত্মিক যোগ’ বলে বর্ণনা করলেও পরবর্তীতে বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা বা ব্রিগেডে মোদির পাশে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন কিনা জানতে চাইলে মিঠুন ইঙ্গিতপূর্ণ গলায় বলেন, ‘অন্যকিছুও তো হতে পারে! সময় এলেই জানতে পারবেন। কী হতে পারে তা বলব না। তবে কিছু তো হবেই। জানতে পারবেন।’

রাতেই মিঠুনের সঙ্গে দেখা করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। দু’জনের সাক্ষাতের ছবিও টুইট করেছেন কৈলাস। সঙ্গে লিখেছেন, ‘গভীর রাতে কলকাতার বেলগাছিয়ায় অভিনেতা মিঠুন’দার সঙ্গে অনেকক্ষণ কথা হল। তার দেশভক্তি এবং গরিব মানুষের প্রতি ভালবাসা আমায় হৃদয় ছুঁয়ে গেছে’।

বাংলা নিয়ে মিঠুনকে করা এক প্রশ্নের উত্তরে মিঠুন স্পষ্ট করে বলেন, ‘এখানে আমার বাড়ি-টাড়ি কিছু নেই। যখনই আসি, হোটেলে থাকি। নইলে প্রযোজকরা যেখানে থাকার ব্যবস্থা করে, সেখানে গিয়ে উঠি।’

সূত্র: আনন্দবাজার।

 

 

Link copied!