মিয়ানমার: জান্তা সরকারকে প্রত্যাখ্যান করল আইনপ্রণেতারা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২১, ০২:২৯ পিএম

মিয়ানমার: জান্তা সরকারকে প্রত্যাখ্যান করল আইনপ্রণেতারা

মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ক্ষমতা দখল করায় দেশটির ৩০০ আইনপ্রণেতা জান্তা সরকারকে প্রত্যাখ্যান করেছে। শনিবার এক বিবৃতিতে, ক্ষমতা দখল করা বর্তমান সামরিক সরকারকে মেনে নিতে অসম্মতি জানান তারা।

রোববার তুরস্কের গণমাধ্যম আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদন প্রকাশ করেছে। এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে গণতন্ত্র ফেরানোর জন্য দেশটির আইনপ্রণেতারা সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে প্রতিজ্ঞা করেছেন তারা। এদিকে মিয়ানমারে ইতোমধ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার জন্য এ বিষয়ে আইনপ্রণেতাদের নিকট থেকে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারি দেশটির সরকার অং সান সু চিকে আটকের পর ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। সেই সঙ্গে অনেক আইনপ্রণেতাসহ উচ্চপদস্থ কয়েকজনকে গ্রেপ্তার করেজান্তা সরকার।

সেনাবাহিনী ক্ষমতা দখলের কয়েকদিন পরই সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। শনিবার সকাল থেকে ইয়াঙ্গুনে সেনাবিরোধী আন্দোলন করছে সাধারণ জনগণ। রোববার দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে ইয়াঙ্গুন জুড়ে। 

  

Link copied!