সেনা অভুত্থানের মাধ্যমে অং সান সু চি’র বাতিলকৃত পার্লামেন্ট সদস্যদের মধ্য থেকে দুইজনকে আন্তর্জাতিক দূত হিসাবে নিয়োগ দিয়েছে দ্য কমিটি রিপ্রেজেন্টিং পাইডংসু হালাট্টো (সিআরপিএইচ) বা মিয়ানমারের ইউনিয়ন পার্লামেন্ট। সিআরপিএইচ থেকে সোমবার দেওয়া ঘোষণায় ড. সাসাকে জাতিসংঘে বিশেষ দূত ও হতিন লিন অংকে আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
ঘোষণায় বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের মেরীল্যান্ডে একটি অফিস খোলা হয়েছে। এখান থেকেই জাতিসংঘ ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে। সু চি’র গঠিত পার্লামেন্টের বৈধতা বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতি আদায়ের কাজ করবেন তারা।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে প্রেসিডেন্ট উইন মিন্ট, অং সান স চি ও অন্যান্য নেতাদের গ্রেপ্তার করে সামরিক জান্তা। অভ্যুত্থানের পর পার্লামেন্ট সদস্যদেরকেও সাময়িকভাবে আটক করা হয়।
মিয়ানমারের সাবেক ছাত্রনেতা হতিন লিন অং মেরিল্যান্ডের বাসিন্দা। তিনি ২০০৮ সালে মিয়ানমার ছেড়েছেন। ড. সাসা বর্তমানে মিয়ানমারের চিন রাজ্যে আছেন।
সূত্র: ইরাবতি