মিয়ানমার: প্রতিবেশী দেশগুলোর আচরণ উদ্দেশ্যপ্রণোদিত

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৫:০০ পিএম

মিয়ানমার: প্রতিবেশী দেশগুলোর আচরণ উদ্দেশ্যপ্রণোদিত

মিয়ানমারের সাম্প্রতিক সংকটকে ঘিরে প্রতিবেশী দেশগুলোর আচরণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে দেশটির আন্দোলনকারীরা। সম্প্রতি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদির মিয়ানমারে সফর ও জান্তা সরকারের মন্ত্রীর থাইল্যান্ড সফরকে কেন্দ্র করে আন্দোলনকারীরা আশঙ্কা করছেন,ইন্দোনেশিয়া ও থাই সরকারের উদ্যোগ মিয়ানমারের জান্তা সরকারকে সুবিধা করে দিতে পারে।

মিয়ানমারভিত্তিক নাগরিক অধিকার সংগঠন ফিউচার ন্যাশন অ্যালায়েন্স এক বিবৃতিতে জানান, ইন্দোনেশীয় মন্ত্রীর বর্তমানে মিয়ানমার সফর সামরিক জান্তাকে স্বীকৃতি দেওয়ার সমকক্ষ। এর পরিবর্তে সংগঠনটি বিদেশি কর্মকর্তাদের মিয়ানমারের ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্বকারী কমিটির সদস্য হিন লিন অংয়ের সঙ্গে সাক্ষাৎ করার দাবি জানিয়েছে।

অবশ্য ইন্দোনেশীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার জানায়, তারা মিয়ানমারে নতুন নির্বাচনে সমর্থন দিচ্ছেন না। তাছাড়া, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মারসুদি থাইল্যান্ড থেকে মিয়ানমার যাওয়ার যে কর্মসূচি ছিল, সেটিও আপাতত স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক অগ্রগতি এবং আসিয়ানের অন্য দেশগুলোর কথা বিবেচনায় এটি সফরের সঠিক সময় নয়।

মিয়ানমার জান্তা সরকারের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইন বুধবার প্রতিবেশী দেশ থাইল্যান্ডে যান। তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন মূলত দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) সদস্যদের সঙ্গে পরামর্শ করতে। অবশ্য থাই সরকার জানায়, মিয়ানমারের সাম্প্রতিক সেনা অভ্যুত্থানে সৃষ্ট সংকট সমাধানের চেষ্টা করছে প্রতিবেশী দেশগুলো মিলে।

সূত্র: নিক্কে এশিয়া,রয়টার্স

 

 

 

Link copied!