মিয়ানমার: বিক্ষোভে গুলিতে ইন্দোনেশিয়ার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১, ২০২১, ০৪:৪৪ পিএম

মিয়ানমার: বিক্ষোভে গুলিতে ইন্দোনেশিয়ার নিন্দা

মিয়ানমারে সেনা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। রবিবার পুলিশের গুলিতে  অন্তত ১৮ জন নিহত ও অসংখ্য মানুষ আহত ও অন্তত ৪৭০ জনকে আটক করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের বেসামরিক সরকারকে হঠিয়ে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে সেনা বিরোধীরা লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভের শুরুর দিনগুলোতে রক্ত না ঝরলেও দিন দিন উভয়পক্ষ ধৈর্য হারাচ্ছে। একদিকে, জান্তাবাহিনী বলপ্রয়োগ করে বিক্ষোভ দমাতে চাইছে। অন্যদিকে, চাপের কাছে মাথা নত না করে বিক্ষোভকারীরা নতুন উদ্যোমে আন্দোলন করছেন।

ইন্দোনেশিয়া  এর আগে মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে জান্তা বাহিনীকে বিক্ষোভকারীদেও উপর সহিংসতা বন্ধের আহ্বান জানান। রবিবারের রক্তক্ষয়ী সংঘাতের পর এবার মিয়ানমারের জান্তাবাহিনীকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দেশটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইন্দোনেশিয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভ দমনে বলপ্রয়োগে আরো সংযত থাকার এবং রক্তপাত ও প্রাণহানি এড়াতে সর্বোচ্চ ধৈর্যের অনুশীলন করার আহ্বান জানাচ্ছে।’

মিয়ানমারের চলমান সংকট নিয়ে আলোচনার জন্য অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এর বিশেষ বৈঠকের প্রস্তাবও করেছে ইন্দোনেশিয়া।

গত বুধবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনো মারসুদি জানান, তিনি মিয়ানমারের বর্তমান সংকট নিয়ে দেশটির সেনাবাহিনী এবং উৎখাত হওয়া বেসামরিক সরকারের প্রতিনিধিদের সঙ্গে নিবীড় আলোচনা করেছেন।

সূত্র: দা স্ট্রেইটস টাইমস

 

 

Link copied!