ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৩:০৩ এএম
মিয়ানমার সরকারের জন্য প্রতিশ্রুত ৪ কোটি ২২ লাখ ডলারের আর্থিক সহায়তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)।
বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা দখলের প্রেক্ষাপটে নেওয়া এই সিদ্ধান্ত শিগগির কার্যকর করা হবে। ওই অর্থ মিয়ানমার সরকারের কাজে লাগত। কিন্তু অভ্যুত্থানের পর দেশটিতে কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে সুশীল সমাজের সহায়তা করতে ও তাকে জোরদার করার কাজে এসব তহবিল ব্যবহার করা হবে।’
তবে দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় মিয়ানমারের জনগণের জন্য প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে মার্কিন সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে।
তথ্যসূত্র: দা বিজনেস স্ট্যান্ডার্ড