মিয়ানমারে ইন্টারনেট বন্ধে জাতিসংঘের নিন্দা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১১:৪৬ পিএম

মিয়ানমারে ইন্টারনেট বন্ধে জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের মুখে ইন্টারনেট সংযোগ বন্ধ করে রেখেছে সামরিক জান্তা। সেনা শাসকেরা ক্ষমতা দখলের পর এপর্যন্ত কয়েক ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করে দেওয়া হয়।

অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমন কার্যক্রমের মধ্যেই ইন্টারনেট বন্ধ করে দেয়ায় স্বৈরাচারী সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিন স্করেনার বার্জানার দেশটির সামরিক ডেপুটি কমান্ডার সোয়ে উইনের সঙ্গে কথা বলেছেন। তিনি সামরিক জান্তাকে সতর্ক করেছেন যে ‘ইন্টারনেট বন্ধ করে দেয়া গণতান্ত্রিক নীতির চরম পরিপন্থী।’

মিয়ানমারে জাতিসংঘের দূত বলেছেন যে, এভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় ‘ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অভ্যন্তরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

এ ব্যাপারে জাতিসংঘের উদ্বেগের কথা অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে বলে উল্লেখ করেন সংস্থাটির এ ডেপুটি মুখপাত্র।

Link copied!