মিয়ানমারে খনি ধস, নিখোঁজ কমপক্ষে ৭০

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২১, ০৬:০৭ পিএম

মিয়ানমারে খনি ধস, নিখোঁজ কমপক্ষে ৭০

মিয়ানমারে খনি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসের এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনি ধসের ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়। মাত্র কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। তারা সবাই অদক্ষ ছিলেন।

বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। কিন্তু প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

উল্লেখ্য, ২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিলেন। এটা ছিল ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

Link copied!