সেপ্টেম্বর ১১, ২০২১, ১০:২৭ পিএম
সামরিক বাহিনীর সঙ্গে জান্তা বিরোধীদের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। মিয়ানমারের সামরিক বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
মিয়ানমারের মগওয়ে অঞ্চলের মিন থর এলাকায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে ‘জাতীয় ঐক্যের সরকার’ বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) সদস্যদের সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের শুরু হওয়া সংঘর্ষ পরদিন শুক্রবারেও (১০ সেপ্টেম্বর) চলে।
সংবাদ সংস্থা রয়টার্স মিন থর এলাকার একজন বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘সামরিক বাহিনী গোলায় আমাদের গ্রামের অনেকগুলো বাড়ি পুড়ে গেছে।’ ওই ব্যক্তি সামরিক বাহিনীর হামলায় নিজের ১৭ বছরের সন্তানসহ বিরোধী মিলিশিয়া বাহিনীর ২০ সদস্য নিহতের কথা জানান। ওই ব্যক্তি আরো বলেন, ‘আমার সব হারিয়েছি, আমি তাদের কোনোদিনই ক্ষমা করব না।’
সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমার সরকারের সাংসদদের নিয়ে গঠিত ছায়া সরকার তথা ‘জাতীয় ঐক্যের সরকার’ বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) করা ভিডিও বার্তায় জান্তা সরকারের বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা করেন।
এর আগে মিয়ানমারে সেনাবাহিনীর জেনারেল মিন অং হ্লাইংয় ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। আন্দোলন দমনে অস্ত্র প্রয়োগ করে দেশটির সামরিক বাহিনী। এতে করে সেময় ১ হাজারেরও অধিক মানুষ নিহত ও আরো কয়েক হাজার মানুষ নিখোঁজ হয়।