মিয়ানমারের জান্তা সরকারকে চাল দেবেনা থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২১, ২০২১, ০৪:০৮ পিএম

মিয়ানমারের জান্তা সরকারকে চাল দেবেনা থাইল্যান্ড

মিয়ানমারের জান্তা সরকারকে চাল সরবরাহে অস্বীকৃতি জানিয়েছে থাইল্যান্ড সরকার। শনিবার দেশটির সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সিদ্ধান্ত বাণিজ্যের একটা অংশ।

থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্তে নিয়োজিত একটি সেনা ইউনিটের ৭০০ বস্তা চাল আটকে দিয়েছে থাই সেনাবাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সরকারের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

থাই সেনাবাহিনীর নারেসুয়ান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমনাত শ্রিমাক বলেন, থাই সেনাবাহিনী মিয়ানমারের সশস্ত্রবাহিনী রসদ সরবরাহ করছে না এবং তাদের পক্ষ থেকে কোনও সহযোগিতার অনুরোধ বা সাহায্য চেয়ে কোনও দাবি করা হয়নি।  আমনাত আরও বলেন, যদি কিছু ঘটে থাকে আমার মনে হয় সেগুলো সীমান্ত পার হওয়া নিয়মিত বাণিজ্যের বিষয়। যদি আইন সম্মত ও কাস্টম বিধিমালা মানা হয়ে থাকে তাহলে আমরা কিছু আটকাচ্ছি না। তবে, থাই সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য জানা যায়নি।

১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সেনাবিরোধী বিক্ষোভে রক্তাক্ত দমনপীড়নের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ২৫০ জন নিহত হয়েছে। বিক্ষোভে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে থাইল্যান্ড।

সূত্র: রয়টার্স।

 

 

Link copied!