ভালোবাসে ঘর বাধার স্বপ্ন দেখেছিলেন তারা। কিন্তু দুই পরিবার তাদের সেই সম্পর্ককে মেনে নেয়নি। এক সঙ্গে বাঁচার থাকতে না পারার কষ্টে ওই শেষ পর্যন্ত আত্মহনননের পথ বেছে নেন তারা। এরপরই দুই পরিবার নিজেদের 'ভুল' শুধরে নিতে ‘বিয়ে’ দেন মারা যাওয়া ওই প্রেমিক জুটিকে।
ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ওয়েড গ্রামের মুকেশ শোনওয়ানে (২২) এবং নেহা ঠাকরের (১৯) বিয়ে হয়েছে তাদের মৃত্যুর পর।
স্থানীয় পুলিশ জানায়, মুকেশ শোনওয়ানে এবং নেহা ঠাকরে একই গোষ্ঠীর ছিলেন। তাদের পারিবারিক রীতি অনুযায়ী একই গোষ্ঠীর মধ্যে ছেলেমেয়ের বিয়ে দেওয়া হয় না। এ কারণে মুকেশ এবং নেহার পরিবারও তাদের বিয়ে দিতে রাজি হননি। এক পর্যায়ে পরিবারের ওপর অভিমান করে তারা আত্মহত্যা করেন।
রবিবার (১ আগস্ট) সকালে ওয়েব গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই প্রেমিক জুটির মরদেহ উদ্ধার করা হয়। যদিও তাদের কাছ থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে মৃত্যু আগে হোয়াইটঅ্যাপ স্ট্যাটাসে মুকেশ লিখেছিলেন 'বিদায়'।
আত্মহত্যার মৃত্যু হওয়ায় প্রেমিক যুগলের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাদের দেহ গ্রামে নিয়ে আসা হয়। এরপরই তাদের 'বিয়ে' দিয়ে মরদেহ দুটি একসঙ্গে সমাহিত করা হয়।
সূত্র: আনন্দবাজার।