প্রায় ৬ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মেলবোর্নে। বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার পরপর ৫.৯ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মেলবোর্ন শহরসহ এর ২০০ কিলোমিটার বিস্তৃত এলাকা পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়। বিভিন্ন স্থানে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহত হয়নি বলেই জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
এছাড়ায় বর্তমানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার জনবসতিপূর্ণ এলাকায় এমন উল্লেখযোগ্য মাত্রার ভূমিকম্পের ঘটনা বিরল।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ভূমিকম্পটি ৫.৮ মাত্রার বলে জানালেও পরে তা সংশোধন করে ৫.৯ ছিল বলে জানায়। ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীর থেকে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে বলেও জানায় তারা।