যাত্রিবাহী বাস-ট্রাক সংঘর্ষে আগুন লেগে ১১ জনের মৃত্যু, আহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৮, ২০২২, ০৪:২৬ পিএম

যাত্রিবাহী বাস-ট্রাক সংঘর্ষে আগুন লেগে ১১ জনের মৃত্যু, আহত ৩৮

ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের চিকিৎসা চলছে। শনিবার ভোরে পুনে যাওয়ার পথে  মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ রোডে পণ্যবাহী ট্রাকটির  সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতের আজকাল পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, শনিবার ভোর সেয়া পাঁচটার দিকে ওই যাত্রিবাহী বাসটি নাসিক জেলার ঔরঙ্গাবাদ রোড ধরে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি পণ্যবাহী ট্রাককে ধাক্কা মারে। এরপর ওই যাত্রিবাহী বাসে আগুন ধরে যায়। ভয়াবহ দুর্ঘটনার খবর পেতেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে খবর, সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে সংঘর্ষের পর বাসটি প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। তারপরই বাসটিতে আগুন ধরে যায়। বাসে আটকে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েন। যার ফলে অন্তত ৩৮ জন আহত হয়েছেন। আর ১১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

মহারাষ্ট্রের মন্ত্রী দাদা ভুসে বলেছেন, ‘‌নাসিক থেকে পুণে যাওয়ার পথে ট্রাকটির সাথে একটি  বাসের ধাক্কা লাগে। ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় সরকার বহন করবে।’‌

তিনি আরও জানিয়েছেন, নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। মৃতের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

Link copied!