যুক্তরাজ্যজুড়ে তীব্র দাবদাহ, সতর্কতা জারি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২২, ০৬:৩৩ পিএম

যুক্তরাজ্যজুড়ে তীব্র দাবদাহ, সতর্কতা জারি

তীব্র দাবদাহের কারণে যুক্তরাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির আবহাওয়া দপ্তর ওই সতর্কতা জারি করে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ড ও ওয়েলসে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আবহাওয়াবিদরা বলেছেন, আগামী সপ্তাহের বেশিরভাগ সময় দাবদাহ থাকবে। ইংল্যান্ড ও ওয়েলসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গরম থাকবে সবচেয়ে বেশি।

দাবদাহের কারণে শত শত মানুষ লন্ডনের হাইড পার্কে ভিড় করছে। লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি অনেকে চেয়ারে বসে ঠান্ডা বাতাসে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করেছেন।

লন্ডনের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, “এ মুহূর্তে বৃষ্টির খুব দরকার। বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা ভালো হতো। গরমের কারণে শর্টস এবং টি-শার্ট পরে বাইরে এসেছি। একজন পর্যটক বলেন, ‘আমি বেশ কয়েকবার লন্ডনে এসেছি। কিন্তু এবারের অভিজ্ঞতা একটু ভিন্ন। খুবই গরম।”

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, রবি ও সোমবার দেশটিতে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (আজ) ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের  পূর্বাভাসে বলা হয়।

এদিকে, বিবিসি’র প্রতিবেদনে আরও বলা হয়,স্পেন ও পর্তুগালসহ ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় যুক্তরাজ্যে গরম কিছুটা কম পড়বে। স্পেন ও পর্তুগালে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে।



২০১৯ সালের ২৫ জুলাই পূর্ব ইংল্যান্ডে এ যাবৎকালে সর্বোচ্চ ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের সহকারী প্রধান আবহাওয়াবিদ রেবেকা শেরউইন বলেন, “এ রেকর্ড যে ভাঙবে না তা নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদেরা। তবে তাপমাত্রা এর বেশি হওয়ার সম্ভাবনা এখনো অনেক কম।”

Link copied!