যুক্তরাজ্যের কাছে দ্বিতীয়বার সুযোগ চাইলেন শামীমা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৮, ২০২১, ১০:২০ পিএম

যুক্তরাজ্যের কাছে দ্বিতীয়বার সুযোগ চাইলেন শামীমা

ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়া গিয়ে আইএসে যোগ দেওয়া শামিমা বেগম যুক্তরাজ্য সরকারের কাছে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার অনুরোধ করেছে। গত মাসেই ব্রিটেনের সুপ্রিমকোর্ট শামীমার নাগরিকত্ব বাতিল করতে রায় দেয়। সম্প্রতি প্রচারিত এক তথ্যচিত্রে তাকে ক্ষমা চেয়ে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার করতে দেখা যায়।

২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে শামিমা সিরিয়া গিয়ে এক ডাচ আইএস সদস্যকে বিয়ে করেছিলেন। প্রায় তিন বছর আইএস শিবিরে ছিলেন তিনি, সেখানে তার দুই সন্তানের জন্ম হয়, দু’জনেই অপুষ্টিতে মারা যায়।

২০১৯ সালে শামীমাকে নিয়ে ফ্রান্স২৪নিউজ ‘দ্য রিটার্ন; লাইফ আফটার আইএস’ তথ্যচিত্র বানিয়েছিলো, যা বৃহস্পতিবার প্রচার করা হয়। তথ্যচিত্রে দেখা গিয়েছে, তিনি স্বাভাবিক জীবনে ফিরতে দ্বিতীয়বারের মতো সুযোগ দেয়ার আকুতি জানাচ্ছেন এবং ব্রিটিশ জনগণকে তাকে ক্ষমা করে দেয়ার অনুরোধ করছেন। শামীমা বলেন, ‘আপনারা আমার সম্পর্কে এতোদিন যা শুনেছেন দয়া করে তা ভুলে যান। কারণ আমি যখন ব্রিটেন ছেড়েছি তখন আমার বয়স খুবই কম ছিলো।’

তথ্যচিত্রের পরিচালক আলবা সটোরা বলেন, ‘আমি যখন তার সঙ্গে দেখা করি তখন তাকে একটি বরফখন্ডের মতো লাগছিলো। কারণ সে তার তিন সন্তানকে হারিয়েছে। আর এখন বাঁচার জন্য লড়াই করছে।’

ভিডিওতে শামীমা আরো বলেন, ‘আমি শুধু একজন লন্ডনবাসী হিসেবে সিরিয়ানদের সাহায্য করতে চেয়েছি। আমি বুঝতে পারি নি আইএস প্রপাগাণ্ডা ভিডিও দিয়ে তথাকথিত খেলাফতের বার্তা ছড়িয়ে মানুষকে ফাঁদে ফেলছে। আমি আইএসএর হত্যা, ধর্ষণ ও নির্যাতন সম্পর্কে কিছুই জানতাম না।’

বর্তমানে শামীমা আছেন উত্তরপূর্ব সিরিয়ার আল রোজ শরণার্থী শিবিরে। এখানে তার তৃতীয় সন্তানের জন্ম হয়েছিলে। সেও কিছুদিনের মধ্যে মারা যায়। সিরিয়ার আইএস শিবিরে অনেক বিদেশী নারী ও শিশু রয়েছেন। বেলজিয়াম ও ফ্রান্সের মতো কিছু ইউরোপিয় দেশ নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনার কাজ শুরু করেছে।

সূত্র: ইয়াহু নিউজ।

Link copied!