যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৯, ২০২৩, ০৮:০২ পিএম

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর (এডিএফ) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর আশঙ্কা করছে অস্ট্রেলিয়ার সরকার।

সামরিক মহড়া চলাকালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলীয় মহাসাগরে হেলিকপ্টারটি  বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনয় সাময়িকভাবে মহড়া বন্ধ রাখা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে ব্রিসবেন থেকে প্রায় ৮৯০ কিলোমিটার উত্তরে হ্যামিলন্টন দ্বীপের কাছে হেলিকপ্টারটি পানিতে পড়ে গিয়ে বিধ্বস্ত হয়। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার সকাল থেকে  নিখোঁজ এমআরএইচ-৯০ হেলিকপ্টার ও এর চার ক্রুর খোঁজে ওই এলাকায় অভিযান চলছে।  

‘টালিসম্যান সেইবার’ সামরিক মহড়ার পরিচালক ব্রিগেডিয়ার ডামিয়ান হিল জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর থেকে মহড়া বন্ধ রাখা হয়েছে।

  অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া হলেও আরও ১১টি দেশ এবং ৩০ হাজারেরও বেশি সেনা দুই সপ্তাহব্যাপী এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।

Link copied!