যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। নিখোঁজ রয়েছেন অনেকে। এছাড়াও আহত হয়েছেন প্রায় শতাধিক।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যেসর্বোচ্চ ২৩ জন এবং নিউইয়র্কে এখন পর্যন্ত ১৪ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও বাকিদের নিহত হওয়ার খবর পাওয়া গেছে দেশটির কানেকটিকাট, মেরিল্যান্ড, নিউইয়র্ক, ভার্জিনিয়া ও অঙ্গরাজ্য থেকে।
নিউ জার্সির গভর্নর ফিল মারফি জানান, নিহতদের অধিকাংশই তাদের গাড়িতে থাকাকালীন আকস্মিক বন্যার পানিতে ডুব যাওয়া ও আটকে পড়ায় কারণে মারা গিয়েছেন। তিনি আরো জানান, এখন পর্যন্ত আরো অগনিত মানুষ নিখোঁজ রয়েছে। প্রবল বন্যার কারণে ব্যহত হচ্ছে উদ্ধার তৎপরতা। বিদ্যুৎসহ অন্যান্য প্রয়োজনীয় সেবাও বন্ধ হয়ে গেছে মারাত্মক এই বন্যার প্রভাবে।
এদিকে, এই ছয়টি অঙ্গরাজ্য ছাড়াও ঘূর্ণিঝড় আইডা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা, নিউ অরলিন্স এবং ফিলাডেলফিয়াতেও ভয়াবহ আঘাত হানে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট ঘূর্ণিঝড় আইডা প্রথম লুইজিয়ানায় আঘাত হানে।
সূত্র: সিএনএন