মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
স্যাক্রামেন্টো পুলিশ জানিয়ছে, রবিবার ভোরের দিকের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। ভোরের দিকে স্যাক্রামেন্টোর একটি রেস্তোরাঁ এবং বার লোকজনে পরিপূর্ণ ছিল। এই সময় হঠাৎ স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি শুরু হলে লোকজন রাস্তায় পালিয়ে যায়। পরে শহর কর্তৃপক্ষ ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়।
রবিবার ভোরের এই গোলাগুলির ঘটনার পর স্যাক্রামেন্টোর নবম এবং ১৩তম সড়ক বন্ধ করে দেয় পুলিশ। তবে এই গোলাগুলির ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ওই এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশি উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে, সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, স্যাক্রামেন্টো শহরের পুলিশ এক টুইট বার্তায় বলেছে, কর্মকর্তারা গুরিতে হতাহত ১৫ জনকে চিহ্নিত করেছে। এরমধ্যে নিহত ছয়জনও আছে।তবে ঠিক কি কারণে বা কারা গুলি চালিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।