মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে গোলাগুলির এক ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় এই অতর্কিত হামলার ঘটনায় নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছর। আহত দুই শিশুর একজনের বয়স দুই বছর এবং অপর জন ১৩ বছর বয়সী। তারা এখন বিপদমুক্ত আছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
ফিলাডেলফিয়ার পুলিশ জানায়, আশপাশের বেশ কয়েকটি ব্লকে গুলি চালায় বন্দুকধারীরা। এসময় এআর-স্টাইলের রাইফেল, একটি হ্যান্ডগান, একাধিক গোলাবারুদ এবং স্ক্যানারসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে গোলাগুলির কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।
এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৩৯টি গণ শুটিং এর ঘটনা ঘটেছে। সিএনএন এর মতে, একটি গণ শুটিংকে এমন একটি বন্দুক হামলা যেখানে চার বা ততোধিক লোককে গুলি করা হয়।