এপ্রিল ২৭, ২০২৩, ০৩:০৬ পিএম
ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইয়োল। এর মধ্যেই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে বসেছেন তিনি। বৈঠকে নর্থ কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র চুক্তিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়া।
চুক্তির অংশ হিসেবে নিজেদের পারমাণবিক কাজের পরিকল্পনায় সাউথ কোরিয়াকে যুক্ত করবে যুক্তরাষ্ট্র। এছাড়া পর্যায়ক্রমে সাউথ কোরিয়ায় পরমাণু ক্ষমতাসম্পন্ন সাবমেরিন মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে সাউথ কোরিয়া নিজেদের জন্য পরমাণু অস্ত্র তৈরি করবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, ওয়াশিংটনের এই ঘোষণা উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিরোধে তাদের মিত্র দেশগুলোর সহযোগিতা জোরদার করবে।
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক শেষে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে সাউথ কোরিয়ায় বিনিয়োগের ব্যাপারে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ইওন সুক ইয়োল।