কৃষকদের সমর্থনে টুইটারে আন্তর্জাতিক পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের শেয়ার করা‘ টুলকিট’ শেয়ার করায় দিশা রবি (২১) নামের এক পরিবেশকর্মীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো, গ্রেটার শেয়ার করা টুলকিটটি দিশাই কৃষক আন্দোলনের সমর্থনে কথা বলার জন্য এডিট করেছিলেন। গ্রেটার 'ফ্রাইডে ফর ফিউচার' আন্দোলনের অন্যতম সমর্থক দিশা।
দিশা বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজের শিক্ষার্থী। দিল্লি পুলিশের অভিযোগ, ‘পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন’ নামে একটি দল এই টুলকিট তৈরি করেছিল। পুলিশের দাবী, এই দলটি আসলে কয়েকজন পাকিস্তানিদের নিয়ে তৈরি।
গত ২৬ জানুয়ারি কৃষক-পুলিশ সংঘাতের জেরে গ্রেটা সহ আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের টুইটের পরে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে ভারতের কৃষক আন্দোলন।
তথ্যসূত্র: এনডিটিভি