অক্টোবর ৮, ২০২২, ১২:৩৪ এএম
শ্রীলঙ্কায় আর্থিক অনিয়ম এবং অর্থনীতির অব্যবস্থাপনার জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেসহ দায়ীদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিলো দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায় নাগরিক অধিকার সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
ওই বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ ১২(১) এবং ১৪ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য মামলায় অগ্রসর হওয়ার অনুমতি দিয়েছে। গোতাবায়া রাজাপক্ষে ছাড়াও তার ভাইও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই গভর্নরের বিরুদ্ধেও মামলার কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট।
শুক্রবার মামলার কার্যক্রম শুরুর অনুমতি দেওয়ার আগে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট ওই পিটিশনে বিবাদীপক্ষের তালিকায় গোতাবায়া রাজাপক্ষেকে রাখারও অনুমতি দেয়। কেন না প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়ার কারণে তিনি দায়মুক্তি পাচ্ছেন না।
এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং দেশটির বেশ কয়েকজন নাগরিক বর্তমান অর্থনৈতিক সঙ্কটের জন্য দায়ী অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে এই পিটিশনগুলি দাখিল করেছেন।
আবেদনকারীরা সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে, রাষ্ট্রপতির প্রাক্তন সচিব পিবি জয়সুন্দরা, কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল এবং ডব্লিউডি লক্ষ্মণ, প্রাক্তন অর্থ সচিব সহ ৩৯ জনের নাম উল্লেখ করেছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সাত দশকের মধ্যে দেখা সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের জন্য দ্বীপদেশটির রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানিয়েছে।
শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষে। একদিন পর রাজাপক্ষে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে যান। ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যান গোতাবায়া। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ফিরতে হয় রাজাপক্ষেকে।