রাশিয়ার কাছ থেকে নতুন নাম পেলো বাখমুত

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৪, ২০২৩, ০৯:৫৪ পিএম

রাশিয়ার কাছ থেকে নতুন নাম পেলো বাখমুত

বাখমুতে রাশিয়ান সৈন্যরা। সংগৃহীত ছবি

ইউক্রেনের বাখমুত শহর এখন রাশিয়ার দখলে। প্রতিজ্ঞানুযায়ী আগামী ১ জুনের মধ্যে রুশ সেনাদের কাছে হস্তান্তর করবে বলে প্রতিজ্ঞা করেছে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান। 

এদিকে রাশিয়ান নাম পেলো বাখমুত। মঙ্গলবার বাখমুত পরিদর্শন করে স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান দেনিস পুশিলিন এর নতুন নাম দিয়েছেন আর্টেমোভস্ক।

তিনি বলেন, এটি এখন তার সাবেক সোভিয়েত নাম আর্টেমোভস্ক নামে পরিচিত হবে।

তিনি আরও বলেন, বাখমুতের দুর্ভাগ্য ছিল ইউক্রেনীয় হওয়ার। এখন এটি ইউক্রেন নয়, এটি রাশিয়া। এবং এটি বাখমুত নয়— এটি আর্টেমোভস্ক।

ভিডিওটিতে দেখা গেছে, পুশিলিন সামরিক ইউনিফর্মে ভারি ক্ষতিগ্রস্ত শহরের রাস্তায় হাঁটছেন এবং একটি ভবনে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের পতাকা লাগিয়েছেন।

তিনি আরও দাবি করেন, বাখমুতের দখল রুশ বাহিনীর জন্য ইউক্রেনে আরও লাভের পথ খুলে দেবে।আর্টেমোভস্ক শহরটি নতুনভাবে সংস্কার করা হবে। নতুন বাড়ি, কর্মক্ষেত্র এবং স্কুল তৈরি করার প্রতিশ্রুতি দেন।

Link copied!