রাশিয়ার সমর্থনে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ: সিমুর হার্শ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৩, ২০২৩, ০৭:৫৫ পিএম

রাশিয়ার সমর্থনে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ: সিমুর হার্শ

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি রাশিয়াকে সমর্থন করে বলে মনে করেন প্রখ্যাত মার্কিন সাংবাদিক সিমুর হার্শ। ব্রিটিশ রাজনীতিবিদ ও সাংবাদিক জর্জ গ্যালোওয়েকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করে, মার্কিন যুক্তরাষ্ট্রকে নয়।’

রাশিয়ার প্রতি ক্রমবর্ধমান সমর্থনের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমেই ক্ষয়ে যাচ্ছে মন্তব্য করে সিমুর হার্শ বলেন, ‘আফ্রিকা এবং মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো আমেরিকাপন্থি থেকে যেভাবে রাশিয়াপন্থিতে পরিবর্তিত হয়েছে তা সত্যিই নাটকীয়।’

পুলিৎজারজয়ী এই সাংবাদিক আরও বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যথেষ্ট বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা হারিয়েছে। এমনটা হতে পেরেছে ইউক্রেন যুদ্ধের কারণে।

উদাহরণ হিসেবে সৌদি আরব ও ইরানের সাম্প্রতিক মৈত্রী বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি তুলে ধরে ৮৬ বছর বয়সী সিমুর হার্শ বলেন, তেহরান এবং রিয়াদের মধ্যকার সম্পর্ক উষ্ণ হওয়ার কারণে আমরা দেখছি, ইয়েমেন সংকটও সমাধান হয়ে গেছে। কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই এটি সমাধান করতে পারেনি। আমরা (যুক্তরাষ্ট্র) স্রেফ বৃত্তের বাইরে চলে যাচ্ছি।  

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জরিপ দেখাচ্ছে যে, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা মার্কিনীরা ভালো চোখে দেখছে না। তারা এর আর্থিক ক্ষতি নিয়ে শঙ্কিত।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এই যুদ্ধে এরই মধ্যে ১৪০ বিলিয়ন ডলার খরচ করেছে। একই সময়ে প্রায় দেড় কোটি মার্কিন নাগরিককে বিনামূল্যের স্বাস্থ্য সেবার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।’

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি ‘বিস্ফোরক’ প্রতিবেদন প্রকাশ করেন সিমুর হার্শ। ওই প্রতিবেদনে তিনি দাবি করেন, রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইন নর্ড স্ট্রীমে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করেছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন ওই দাবি উড়িয়ে দেয়।

Link copied!