ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন ঠেকাতে কিয়েভে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রকেট পাঠানোর সংবাদ প্রকাশের পরপরই রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়ার খবর জানা গেল।
ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারসহ ১০০টিরও বেশি যানবাহন ব্যবহার করে পারমাণবিক বাহিনীর প্রায় এক হাজার সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছে।
তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করতে যাওয়া নতুন অস্ত্রের বিষয়ে কিছু বলা হয়নি।
ইউক্রেনের ন্যাটো অন্তর্ভুক্তি ঠেকাতে এবং তাদেরকে ‘নিরস্ত্র’ ও ‘নাৎসিমুক্ত’ করার লক্ষ্যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে রাশিয়া তাদের ভাষায় ‘বিশেষ সামরিক অভিযানে’ নামে।
এর পালটায় পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া ও ব্যাপক নিষেধাজ্ঞার মধ্যে ফেব্রুয়ারিতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর পারমাণবিক অস্ত্রের বহরকে বিশেষ ‘সতর্ক অবস্থায়’ থাকার নির্দেশ দেন। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বহরের জন্য এটিই সর্বোচ্চ স্তরের সতর্ক অবস্থা।