রুশ নিয়ন্ত্রণে দোনেৎস্কে ইউক্রেনের দফায় দফায় রকেট হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৩, ০৩:৪৫ পিএম

রুশ নিয়ন্ত্রণে দোনেৎস্কে ইউক্রেনের দফায় দফায় রকেট হামলা

রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। স্থানীয় সময় গতকাল শুক্রবার দোনেৎস্ক ওবলাস্ট এলাকায় ইউক্রেনিয় বাহিনীর হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

ইউক্রেনের এই অঞ্চলটির দায়িত্বে থাকা মস্কোপন্থী প্রশাসনের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তবে দোনেৎস্কের মস্কোপন্থী মেয়র এলেক্সে কুলেমজিনের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানায়, দোনেৎস্কের সিটি সেন্টারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ৬ জন আহত হয়েছে।

ইউক্রেনিয় সেনাবাহিনী এদিন সিটি সেন্টার ছাড়াও দোনেৎস্কের ক্রিটয় মার্কেট, শেভচেনকো ভৌলেভার্ড ও পুশকিন ভৌলেভার্ড এলাকায়ও ব্যাপক রকেট হামলা চালায় বলে মেয়র এলেক্সে কুলেমজিন জানান।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে ইউক্রেনের ৪টি অঞ্চল দখল করে নিয়ে নিজ ভূখণ্ডের সঙ্গে একিভূত করে রাশিয়া। এর মধ্যে সবচেয়ে বড় অঞ্চলটি হচ্ছে দোনেৎস্ক। অন্য অঞ্চলগুলো হলো-লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া। এসব অঞ্চলে মস্কোপন্থী প্রশাসক নিয়োগ দিয়েছে পুতিন প্রশাসন।

Link copied!