রুশ সেনা প্রত্যাহার হয়েছে কিয়েভ ও চেরনিহিভ থেকে, দাবি যুক্তরাষ্ট্রের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২২, ১১:৩৩ এএম

রুশ সেনা প্রত্যাহার হয়েছে কিয়েভ ও চেরনিহিভ থেকে, দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ থেকে রুশ সেনাদের প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা। তাদের ভাষ্য, কিয়েভ ও চেরনিহিভ অঞ্চলে থাকা রুশ সেনা প্রত্যাহার করে পুনরায় বেলারুশ ও রাশিয়ায় মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল পেন্টাগন জানিয়েছে যে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশি মনোযোগ দিতে চায়। সেভাবেই দেশটি প্রস্তুতি নিচ্ছে।

পরে পেন্টাগন মুখপাত্র জন কিরবি বলেন, “আমরা এখন কিয়েভ কিংবা তার আশেপাশে এবং চেরনিহিভ কিংবা তার আশেপাশে আর কোনও রুশ সেনা দেখতে পাচ্ছি না’। তিনি দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত লক্ষ্যের কোনও কিছুই অর্জন করতে পারেননি। পেন্টাগন মুখপাত্র বলেন, ‘তিনি প্রকৃতপক্ষে কেবল ছোট জনগোষ্ঠীর কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন, তারা খারকিভ দখল করেনি।”

ইউক্রেনের উত্তরাঞ্চলে কয়েক হাজার রুশ সেনার হতাহতের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রেমলিন সমর্থিত স্বাধীনতাকামীদের সশস্ত্র যোদ্ধাদের সহায়তার কারণে রুশ সেনারা সেখানে ভালো অবস্থায় আছে।

Link copied!