রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৯, ২০২২, ১২:০০ এএম

রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিয়েভের বিভিন্ন এলাকা। এ সময় দিনিপ্রো নদীর কাছে একটি বিদ্যুৎকেন্দ্র থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা যায়। কিয়েভের পশ্চিমে ঝাইতোমিরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রে হামলার কারণে দিনিপ্রো নদীর তীরবর্তী রাজধানী কিয়েভের একটি এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ঝাইতোমিরের মেয়র জানিয়েছেন, শহরে কোনো বিদ্যুৎ ও পানি নেই। আপৎকালীন বিদ্যুৎ দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম।

আগের দিন সোমবার রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় সুমি শহরে ড্রোন হামলা চালানো হয়। কিয়েভে হামলায় পাঁচজন নিহত হন। সুমি শহরে নিহত হন চারজন। এদিন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কারণে কয়েক শ শহর ও গ্রাম বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সংবাদমাধ্যমগুলো বলছে, গত মার্চে কিয়েভ থেকে সেনাদের ফিরিয়ে নেওয়ার পর থেকে খারকিভ প্রদেশের ইজিয়াম অঞ্চলের দ্রুত পতন মস্কোর জন্য একটি বড় ধরনের পরাজয়। সেখানে গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে কয়েক হাজার রুশ সেনার পালিয়ে যাওয়ার ঘটনাকে গত ছয় মাসের যুদ্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে।

রুশ দখলদারিত্ব থেকে বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধারে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা অভিযানের প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে রাশিয়া।

Link copied!