রুশবিরোধী নিষেধাজ্ঞা পশ্চিমাদের আত্মঘাতী সিদ্ধান্ত: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ০৩:৩২ পিএম

রুশবিরোধী নিষেধাজ্ঞা পশ্চিমাদের আত্মঘাতী সিদ্ধান্ত: পুতিন

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ পশ্চিমা দেশগুলোর আত্মঘাতী সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (সোমবার) মস্কোয় একটি আলোচনা সভায়  রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।  

 কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ওই আলোচনা সভায় পুতিন বলেন, “তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো আত্মঘাতী গোল দিয়েছে।মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরাপ করার কারণে পশ্চিমা দেশগুলোর অর্থনীতির ক্ষতি হয়েছে।”

রুশ নেতা বলেন, “নিষেধাজ্ঞা আরোপকারীদের জন্য নিষেধাজ্ঞা আত্মঘাতী গোলে পরিণত হয়েছে। নিষেধাজ্ঞা আরোপ করার কারণে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি, অর্থনৈতিক সূচকগুলো খারাপ হতে থাকা, ইউরোপীয় নাগরিকদের জীবনযাত্রার মানের অধঃপতন এবং তাদের সঞ্চয় কমে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটছে।”

পুতিন দাবি করেন, তার দেশের মুদ্রাস্ফীতি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে।

রাশিয়ারি অর্থনীতির ওপর অভূতপূর্ব চাপ প্রয়োগ করা হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, “তা সত্ত্বেও রুশ মুদ্রা রুবলের মান ফেব্রুয়ারির শুরুর দিকে অবস্থায় ফিরে এসেছে। রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৫৮ বিলিয়ন ডলার।” দেশে এত বেশি রিজার্ভ এর আগে কখনও ছিল না বলেও তিনি জানান।

পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে প্রেসিডেন্ট পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

Link copied!