লিবিয়া উপকূলে ৫৭ মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৩, ০১:৫৯ পিএম

লিবিয়া উপকূলে ৫৭ মরদেহ উদ্ধার

লিবিয়া উপকূল থেকে ৫৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার পর লিবিয়ার দুটি শহরের উপকূলে মরদেহগুলো ভেসে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দেশটির এক কোস্ট গার্ড কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট কর্মী। 

কোস্ট গার্ড কর্মকর্তা ফাথি আল-জায়ানি জানান, ত্রিপোলির কারাবুল্লি উপকূল থেকে ১১টি মরদেহ উদ্ধার করা হয়। অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসরের নাগরিক ছিলেন। 

রেড ক্রিসেন্টের এক কর্মী জানান, গত কয়েক দিনে ৪৬টি মরদেহ উদ্ধার করেছেন তাঁরা। নৌকায় থাকা সবাই অবৈধ অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলেও জানান তিনি। আরও মরদেহ ভেসে আসতে পারে বলে আশঙ্কার কথা জানান ওই রেড ক্রিসেন্ট কর্মী। 

বাসাম মোহাম্মদ নামের বেঁচে ফেরা মিসরের এক ব্যক্তি জানান, মঙ্গলবার গভীর রাতে তিনি যে নৌকায় ছিলেন সেটি ডুবে যায়। এতে ৮০ জন যাত্রী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার অবস্থা হলে থামতে বলা হয়। কিন্তু নৌকা চালানোর দায়িত্বে থাকা ব্যক্তি থামাতে রাজি হননি। 

চলতি মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, ২০২৩ সালের শুরুতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ৪৪১ জন অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। গত ছয় বছর তিন মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। 

Link copied!