ডিসেম্বর ১৯, ২০২২, ০৩:৫৬ পিএম
শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ড উপসাগরে ডুবে গেছে দেশটির নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এতে অন্তত ২৮ জন নিখোঁজ রয়েছে। এপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
থাই নৌবাহিনী জানিয়েছে, রাতে খারাপ আবহাওয়ার মধ্যেই চালানো উদ্ধার অভিযানে ১০৬ জন নাবিকের মধ্যে ৭৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে ঝোড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ নামের জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়।
খবর পেয়ে থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও প্রবল ঝড়ো বাতাসের কারণে সম্ভব হয়নি।
এ ঘটনায় আরও ৩১ জন নিখোঁজ আছে বলে জানা গেছে।
থাইল্যান্ডের সামরিক বাহিনী যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করে নিখোঁজ ৩১ নৌসেনার সন্ধানে অভিযান শুরু করে বলে থাই নৌবাহিনী জানিয়েছে।