শপথ নিলে প্রথম চার তারকা ট্রান্সজেন্ডার মার্কিন কর্মকর্তা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২১, ০৯:৩১ পিএম

শপথ নিলে প্রথম চার তারকা ট্রান্সজেন্ডার মার্কিন কর্মকর্তা

মার্কিন ইতিহাসে প্রথমবার কোনো ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের ব্যক্তি হিসেবে চার তারকাধারী কর্মকর্তা হিসেবে শপথ নিয়েছেন ডা. র‌্যাচেল লেভিন। মঙ্গলবার (১৯ অক্টোবর) দেশটির স্বাস্থ্য বিভাগের সহকারী সচিব ডা. র‍্যাচেল ইউএস পাবলিক হেলথ সার্ভিস কমিশনড কর্পসের অ্যাডমিরাল হিসেবে শপথ নেন।

দেশটিতে উর্দিধারী ৮ ধরণের পেশার মধ্যে একটি হলো ইউএস পাবলিক হেলথ সার্ভিস কমিশনড কর্পস। ডা. র‌্যাচেল এই বিভাগেরই অ্যাডমিরাল হিসেবে শপথ নিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ৬৩ বছর বয়সী এই চার-তারকা বিশিষ্ট এই কর্মকর্তা এই অর্জনকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন।

ডা. র‌্যাচেল বলেন,  আমার অর্জন ভবিষ্যতে আরও অনেকের জন্য একটি নতুন সূচনা। একটি বৈচিত্র্যময় ও আরো অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ তৈরি করবো আমরা।

ডা. র‌্যাচেল এর আগে একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। এছাড়া, তিনি পেনসিলভানিয়ার ফিজিশিয়ান জেনারেল এবং রাজ্যটির স্বাস্থ্য সচিব হিসেবেও কাজ করেছেন।

প্রসঙ্গত, ইউএস পাবলিক হেলথ সার্ভিস কমিশনড কর্পস–এ প্রায় ৬ হাজার ইউনিফর্মধারী অফিসার রয়েছেন। এসকল অফিসারদের তত্ত্বাবধানে থাকবেন ডা. র‌্যাচেল। করোনা মহামারি এবং প্রাকৃতিক দুর্যোগের মতো স্বাস্থ্য সংকট মোকাবিলার দায়িত্ব দেয়া হয়েছে তাদেরকে। 

Link copied!