শিনজো আবের প্রতি শেষ শ্রদ্ধা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২২, ০৪:৩৫ পিএম

শিনজো আবের প্রতি শেষ শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে চিরবিদায় জানিয়েছেন জাপানের নাগরিকরা। প্রার্থনা, ফুল, কালো রিবনে পতাকা এঁকে মঙ্গলবার তাঁদের প্রিয় নেতাকে বিদায় জানান। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জোজোজি মন্দিরে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধুমাত্র আবের নিকটজন, পরিবারের সদস্য, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

আবের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মন্দিরের বাইরে অসংখ্য মানুষ জমায়েত হন। এতে সংবাদমাধ্যমের প্রবেশের সুযোগ রাখা হয়নি।



মঙ্গলবার সকাল থেকেই কালো পোশাক পরিহিত মানুষ দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন মন্দিরের বাইরে। অনানুষ্ঠানিক পোশাক পরাও অনেক মানুষ রয়েছে।

আনুষ্ঠানিকতা শেষে আবের মরদেহ নিয়ে যাওয়া হবে টোকিওর উপকণ্ঠে। তার মরদেহ নিয়ে শোকযাত্রা শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করবে।

অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ বহনকারী গাড়ি ও সঙ্গে আরও বেশ কিছু গাড়ির বহর উপস্থিত দর্শনার্থীদের পাশ দিয়ে চলে যায়।

Link copied!